| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন চাকসু নির্বাচন: শীর্ষ দুই পদ শিবির সমর্থিত প্যানেলের


চাকসু নির্বাচন: শীর্ষ দুই পদ শিবির সমর্থিত প্যানেলের


রহমত নিউজ     16 October, 2025     11:59 AM    


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় ধরনের চমক এসেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফলাফল থেকে জানা যায়, শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে এবং সাঈদ বিন হাবিব জিএস পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক জয় লাভ করেছেন।

চাকসুর ১৪টি হলের ফলাফলে দেখা যায়, ভিপি প্রার্থী রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট, আর এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২৬টি পদের জন্য ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

যদিও ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, ফলাফল ঘোষণার আগে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত একটার পর ছাত্রদল কর্মীরা ভোট কারচুপির অভিযোগে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।

ফলাফল ঘোষণার সময় ক্যাম্পাসের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকরা অবস্থান নেন, যদিও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।